বাবা কে ছাড়া এই প্রথম ঈদুল ফিতর
"বাবা'কে ছাড়া এই প্রথম ঈদুল ফিতর "
✒️বাবা কে ছাড়া জিবনে এই প্রথম ঈদুল ফিতর ।
বিশেষ দিন গুলোতে বাবা কে খুব বেশি মনে পরে ।
বাবা কে ছারা এই প্রথম ঈদুল ফিতর, খুব মনে পড়ছে বাবা তোমাকে।
একটিবার ফিরে আসো বাবা, মানুষদের বলে দাও, আমি পিতৃশূন্য যুবক নই, আমারও মাথার ওপরে বিশাল আকাশ আছে। আমারও বাবা আছে।
যাদের বাবা পৃথিবীতে বেঁচে আছে তাদের এইদিনটি কতইনা আনন্দের, আর যাদের বাবা পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য এই দিনটি কতইনা বেদনার তা বলে বুঝানো যাবে না। হয়তো আমার মতোই তারা তাদের বাবার অভাবটা প্রতিটা পদে পদে বুঝতে পারছে। বাবা হল একটি বট গাছ যার ছায়া তলে সন্তানের নিরাপদ স্থান।
যাদের বাবা নেই নিরাপদ স্থান পৃথিবীতে নেই।
যাদের বাবা পৃথিবীতে বেঁচে আছে, হে আল্লাহ তাদের নেক হায়াত দান করুন। যাদের বাবারা আমার বাবার মতো পৃথিবী থেকে চলে গেছে,
তাদের বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক।
"রাব্বির হামহুমা ক্বামা রাব্বাইয়ানি সগিরা"





== সর্বশেষে সবাইকে জানাই, পবিত্র ঈদ-উল-আযহা’র আন্তরিত শুভেচ্ছা ও অভিন্দন।
======“ঈদ মোবারক”======
Comments
Post a Comment